How to find low competition keywords | easily

মহাস্থানের ইতিহাস


মহাস্থানের ইতিহাসঃ ঈসা (আঃ)- এর জন্মের পাঁচশ বছরেরও আগে এখনকার বগুড়া শহরের প্রায় ১২ কিলোমিটার উত্তরে গড়েউঠেছিল  দেশের সবচেয়ে প্রাচিন মহানগরী। এক হাজারেরও বেশী সময় টিকে ছিল নগরীটি। উচু প্রাচির ঘেরা  নগরীর বাইরেপ্রায়  কিলোমিটার এলাকরা জুরে  ছিল এর শহরতলি। এত বড় শহরতলি সহ নগরী সে যুগে পৃথিবীর অন্য কোথাও কমই ছিল।নগরীটির নাম ছিল পুন্ড্রনগর। রাজধানী পুন্ড্রনগর থেকে সাশন করা হত পুন্ডবর্ধন রাজ্য।
পুন্ড্রনগরের এখনকার নাম মহাস্থানগড়।  মহাস্থানের মাটির নিচে চাপা পরে আছে পৃথিবীর প্রাচিনতম নগরী পুন্ড্রনগর। এটিদক্ষিণ-

গল্প কিন্তু এটাই বাস্তবতা

প্রতিবেদকঃ সোহেল
......................................
আমাদের বাসার পাশের ফ্লাটের বারান্দায় প্রায় একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখতাম বয়স ৭০/৭২ হবে ।

সারাদিন বসে বসে খবরের কাগজ
পড়তেন । পরে শুনলাম,আমাদের পাশের বাসায় নতুন ভাড়াটিয়া আসছে,
লোকটি উনাদের বাবা ,রির্টাড প্রাইমারি স্কুল শিক্ষক। ৬বছর আগে ওনার
স্তী মারা গেছেন । একমাএ ছেলের সাথে থাকেন ।

৫ মেয়ে বিয়ে দিয়েছেন। কিছুদিন পর লক্ষ্য করলাম বারান্দায় আর কেউ বসেনা ,ভাবলাম তিনি হয়তো অসুস্থ । আম্মুকে নিয়ে গেলাম
খোঁজ নিতে ,গিয়ে শুনি এখানে তিনি আর থাকেন না ,তাকে নাকি এক আত্নীয়ের বাড়ি রেখে আসা হয়েছে অথচ আন্টি একদিন নিজে বলছিলেন তার শ্বশুরবাড়ির কোন আত্নীয় ঢাকায় নেই ,আর বুদ্ধ লোকটি নাকি বলতেন
মরে গেলেও মেয়েদের কাছে থাকবেন না ,কারন আমাদের সমাজে তা মানায় না ।

পরে আন্টি আমাদের বুঝালেন মাএ ৪ রুমের বাসা তাদের
স্বামী ,স্তী ও ১টা বাচ্চার জন্য ছোট তাই কি আর করা । বুঝলাম তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়েছে । তখন
একটা কথা জানতে ইচ্ছা করছিল ,একজন প্রাইমারি শিক্ষক কত টাকা বেতন পান ?ঐ টাকা দিয়ে তিনি ৬জন ছেলে মেয়ে মানুষ করছেন কিন্তু আজ তার ব্যবসায়ী পুত্র টাকার অভাবে তাকে নাকি কাছে রাখতে পারছেন না ।

আমরা সবাই চাই আমাদের সন্তান আমাদের সম্মান করুক কিন্তু তাদের সামনে এসব করে আমরা কি পাব তাদের সম্মান ?  আমাদের আচরনেই তাদের বুঝিয়ে দিবে বাবা মার সাথে কেমন ব্যবহার করতে হয় ।
জাগ্রত করুন আপনার বিবেককে।

সময় নির্ধারণ করে আপনার ব্লগার ব্লগে অটো পোস্ট করান ।

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে টিপস শেয়ার করতে যাছি সেটা খুব সাধারন একটা টিপস অভিজ্ঞ অবশ্যই যানবে কিন্তু নতুন ব্লগার বন্ধুরা হয়তো জানেন না তাই আমার আজকের এই পোস্ট । ব্লগার ব্লগে অনেক সুন্দর সুন্দর টিপস লুকিয়ে আছে কিন্তু আমাদের না জানার কারনে আমার সেই সকল সুবিধা গুলো উপভোগ করতে পারিনা । যেমন আজকে আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে পোস্ট করছি পোস্ট এর শেষ অনেকেই ভাববেন এতো সোজা জিনিসটা আগে কেন জানতে পারিনি । সে যাই হোক আমার হেডলাইন দেখে হয়তো অনেকেই বুজতে পারেন নি "সময় নির্ধারণ করে আপনার ব্লগার ব্লগে অটো পোস্ট করান" এটা আবার কি ??

বন্ধুরা ভয় পাবেননা আসতে আসতে সেটাতেও আসছি । সময় নির্ধারণ করে আপনার ব্লগার ব্লগে অটো পোস্ট করান এটা হল ধুরুন আপনি কোন একটি পোস্ট লিখেলেন কিন্তু আপনি চাইছেন সেই পোস্টটিকে আজকে না ২ কিংবা ৩ দিন পর পোস্ট করবেন কিন্তু এর মধ্যে হয়তো আপনি নেট বা পিসিতে বসতে পারবেন না তখুন আমার এই টিপস আপনার কাজে আসবেই । ব্লগার এর এই সুবিধার ফলে আপনি চাইলে আপনি যে পোস্ট ২ কিংবা ৩ দিন পোস্ট করতে চান সেটা সেই দিনে সেই সম্যেই হবে যেটা আপনি সেট করে রাখবেন তায় অটো কিভাবে নীচের টিপস দেখুন ।



✔ কাজটি করার জন্য আপনার ব্লগ লগইন করেনিন এবার আপনি আপনি একটি নতুন পোস্ট করুন । আশাকরি আপনার পোস্ট লিখা হয়েগেছে যানি এত তাড়াতাড়ি পোস্ট লিখা সম্ভব না । যাই হোক টেস্ট করার জন্য টি হয়েছে এবার পোস্ট বক্সের ডান পাশে দেখুন Schedule এ ক্লিক করুন তারপর Set date and time এ ক্লিক করে আপনি আগামী কবে পোস্ট রিলিজ করাতা চান সেই ডেট সিলেক্ট করে দিন তারপর Done বাটনে ক্লিক করুন । ব্যাস হয়েগেল এবার Publish এ ক্লিক করে পোস্ট করুন । এটা Schedule হিসাবে পোস্ট হবে এবং আপনি যে সময় সেট করেছেন ঠিক সেই সময়ে পোস্ট হএয় যাবে । নীচের ভিত্রে দেখুন ।





✔ ব্যাস আশাকরি সব বুজতে পেরেছেন । আর কাজটি খুব একটা কঠিননা তাই বুঝতে সমস্যা হবারও কোন কারন নেই । যাই হোক তাও কারও কথাই বুজতে সমস্যা হলে আমাকে যানাবেন । আর হা এই পোস্টটি অনেকেরি যানা থাকতে তাই আমার পোস্ট শুধু মাত্র নতুন দের জন্য ।



✔ তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে এই রকম নতুন কিছু আজকের এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।

ফেসবুক সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য আপনি জানেন কি?

ফেসবুক ! ফেসবুক ! ফেসবুক !
ফেসবুক এমন এক বড় প্রতিষ্ঠান, এমন এক আশ্চর্যজনক ওয়েব সাইট, অনেকের কাছে আবার তাঁর জীবনেরও অংশ! এর রয়েছে অনেক মজার এবং বিস্ময়কর তথ্য। আপনাদের সাথে আজ ফেসবুকের কিছু তথ্য সংকলন করে লিখলাম। চলুন জেনে নেই প্রাণের প্রিয় ফেসবুকের সেই অবাক করা কিছু তথ্যঃ
    বলুন তো, ফেসবুকের রং নীল কেন? কারণ, মার্ক জাকারবার্গ আংশিক বর্ণান্ধ। নীল রংটাই তিনি সবচেয়ে ভালো দেখতে পান।

সবুজ, লাল-- এসব রঙের পার্থক্য তিনি ধরতে পারেন না। ২০০৬ সালে ক্রিস পুটনাম নামের এক ব্যক্তি ফেসবুক হ্যাক করেছিলেন। ফলাফল? পরদিন সকালেই তিনি ফেসবুকের প্রধান কার্যালয়ে চাকুরী পেয়েছিলেন। ফেসবুকের নাম যখন শুরুতে 'দ্য ফেসবুক' ছিল, নামের পাশেই একজন মানুষের অস্পষ্ট ছবি চোখে পড়ত। ছবিটি বিখ্যাত অভিনেতা-পরিচালক আল পাচিনোর।ফেসবুকের ইউআরএলের শেষে /4

লিখলেই আপনি পৌঁছে যাবেন মার্ক জাকারবার্গের প্রোফাইলে। লিঙ্কঃ www.facebook.com/4ফেসবুকে ভাষা নিরবাচনের ক্ষেত্রে আপনি চাইলে জলদস্যুদের ভাষাও সিলেক্ট করতে পারেন! ভাষা নির্বাচনের সময় সে ক্ষেত্রে আপনাকে English (Pirate) সিলেক্ট করতে হবে। ধরুন, এক সকালে আপনার ফেসবুকের মালিক হওয়ার শখ হলো। যদি ফেসবুক কিনে নিতে চান, খুব বেশি নয়- কমপক্ষে ৪০ বিলিয়ন ডলার থাকতে হবে

আপনার পকেটে ! হাহাহাআহা... ফেসবুকের চেহারা কদিন পরপর বদল করলেও, মার্ক জাকারবার্গ তাঁর টি-শার্ট বদল করার সময় পান না। এক ধূসর রঙের টি-শার্টটি গায়ে দিয়ে তিনি দিনের পর দিন পার করে দেন ! বিস্ট নামে জাকারবার্গের একটি পোষা কুকুর আছে। ফেসবুকে কুকুরটির ফলোয়ার সংখ্যা দেড় কোটির বেশি ! মার্ক জাকারবার্গকে ফেসবুকে ব্লক করা যায়না!ফেসবুকে তারকাদের মাঝে যুক্তরাষ্ট্রের গায়িকা রিয়ান্নার ভক্ত সংখ্যা সবচেয়ে বেশি (প্রায় আট কোটি ৪৬ লাখ)। পরের স্থানে আছেন যথাক্রমে এমিনেম (প্রায় আট কোটি সাত লাখ) এবং শাকিরা (প্রায় সাত কোটি ৮২ লাখ)।

অনলাইনে বিভিন্ন বিশ্বস্ত সুত্র থেকে (ইংরেজি থেকে অনুবাদ) সংগ্রহ করে আপনাদের সাথে এই বিস্ময়কর তথ্যগুলো শেয়ার করলাম।

Sevida প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট নিয়ে নিন সম্পূর্ণ ফ্রি !


Sevida হল ব্লগার/ব্লগস্পটের জন্য অন্যতম জনপ্রিয় একটি টেমপ্লেট বা থিম। কিন্তু এটি ফ্রি তে পাওয়া যায়না। ফ্রি তে পাওয়া না গেলেও আমাদের সব ব্লগারদেরই আশা থাকে ভালো কোন প্রিমিয়াম টেমপ্লেট দিয়ে নিজের ব্লগটি আকর্ষণীয় করে তোলা। এটি মূলত ম্যাগাজিন সম্পর্কিত ব্লগের জন্য ১০০% উপযোগী। তবে আপনি চাইলে কিংবা আপনার পছন্দ হলে আপনিও আপনার যেকোন ব্লগে Sevida প্রিমিয়াম রেসপন্সিভ টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। তাই আপনাদের জন্য Sevida Premium Responsive ব্লগার টেমপ্লেট সম্পূর্ণ ফ্রি!. টেমপ্লেট সম্পর্কে আপনার মন্তব্য প্রদানে কার্পণ্য বোধ করবেন না। আজকের মত বিদায়। আল্লাহ হাফেজ।

https://app.box.com/s/ougua7ffhapuy8tc61mx

ইভ টিজিং ও আমাদের করণীয়

ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় নির্মিত এই ওয়েব সাইটটি বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা বিরোধী সকল সরকারি ও বেসরকারি সংগঠনের সেবা ও তথ্যের এক সমন্বিত প্রয়াস। যা বাংলাদেশের সকল নারীর চলার পথকে সুগম করার পাশাপাশি নারী ও পুরুষের সহিংসতা বিরোধী মনোভাবকে তুলে ধরতে সহায়তা করবে ।