প্রথম পাতা » , , » আপনার wordpress এর যে কোন ওয়েব সাইট বা ব্লগে Favicon যোগ করুন

আপনার wordpress এর যে কোন ওয়েব সাইট বা ব্লগে Favicon যোগ করুন

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি ভাল আসেন। আজ আমি বলবো কিভাবে আপনার wordpress ওয়েব সাইট বা ব্লগে Favicon যোগ করবেন।
1. প্রথমে আপনি যে ইমেজটি Favicon আকারে দেখতে চান তা এখান থেকে 16X16,  32X32, 48X48 বা 64X64 আকারে রূপান্তর করুন। তারপর Download Your Favicon Here থেকে save করুন।

2. এবার আপনার Favicon টি আপনার ওয়েব সাইট বা ব্লগের Media তে upload করুন।

3. তারপর Edit এ ক্লিক করে Favicon এর লিংকটি কপি করুন।

4. এবার নিম্নের কোডের yourimagepathgoeshere এর স্থলে Favicon এর লিংকটি পেষ্ট করুন।
function my_favicon() { ?> <link rel="shortcut icon" href="yourimagepathgoeshere" > <?php } add_action('wp_head', 'my_favicon');

5. এবার Favicon এর লিংকসহ কোডটি আপনার ওয়েব সাইট বা ব্লগের functions.php পেজ এর শেষে পেষ্ট করুন।

6. সবশেষে update file এ ক্লিক করুন।

7. এবার আপনার ওয়েব সাইট বা ব্লগ খুলে দেখুন Favicon যুক্ত হয়ে গেছে।
ধন্যবাদ সবাইকে
ভাল থাকবেন।